বুধবার, ১০ মার্চ, ২০২১, ০৭:৩৬:৫৬

শেষ রক্ষা হলো না, কঠিন শাস্তি পেল নির্যাতিত শিক্ষার্থীর সেই মাদরাসা শিক্ষক

শেষ রক্ষা হলো না, কঠিন শাস্তি পেল নির্যাতিত শিক্ষার্থীর সেই মাদরাসা শিক্ষক

নিউজ ডেস্ক : শেষ রক্ষা হলো, কঠিন শাস্তি পেল নির্যাতিত শিক্ষার্থীর সেই মাদরাসা শিক্ষক! চট্টগ্রামের হাটহাজারীতে মারকাযুল কুরআন ইসলামিক একাডেমির হেফজ বিভাগের এক শিশু শিক্ষার্থীকে মায়ের কাছে যাওয়ার অপরাধে নির্মমভাবে পিটিয়েছে মাদরাসা শিক্ষক। নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় উঠে। এ ঘটনায় নির্যাতনকারী শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে সন্তানকে নির্যাতনকারী শিক্ষককে ক্ষমা করে দিয়েছেন বলে লিখিত জানিয়েছেন শিক্ষার্থীর বাবা-মা।

এর আগে মঙ্গলবার (৯ মার্চ) থেকে হাজার হাজার মানুষ ওই ভিডিও শেয়ার করেন। এদিকে এ ঘটনায় মঙ্গলবার রাত ১টার দিকে হাটহাজারী পৌরসভার ফটিকা গ্রামের মারকাজুল কোরআন ইসলামিক একাডেমিতে অভিযান চালিয়ে ওই মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মো. ইয়াহইয়াকে আটক করে পুলিশ।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, মাদরাসায় গিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী, অভিযুক্ত শিক্ষক, মাদরাসার পরিচালকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত দেওয়া হয়ছে। তাঁকে হাটহাজারীর কোনো মাদরাসায় শিক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

তবে ওই শিক্ষার্থীর বাবা-মা অভিযুক্ত ওই মাদরাসাশিক্ষককে ক্ষমা করে দিয়েছেন মর্মে একটি লিখিত বক্তব্য দেওয়ায় প্রশাসন এ ঘটনায় দোষী শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে