হাটহাজারী (চট্টগ্রাম): হেফাজতের যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা শফীক উদ্দীনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।
শনিবার সকালে সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, মাওলানা শফীক উদ্দীন দেশের একজন প্রখ্যাত আলেম ও ব্যবসায়ী এবং রাজনীতিবিদ ছিলেন। এছাড়া তিনি দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়েছেন। তার ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত।
শাইখুল হাদীস আল্লামা বাবুনগরী আরও বলেন, মরহুম একজন ত্যাগী ও নিষ্ঠাবান কর্মঠ নেতা ছিলেন। হেফাজতের যেকোনো কর্মসূচিতে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতেন। অসুস্থ শরীর নিয়েও সব কর্মসূচিতে অংশ নিয়ে বাস্তবায়ন করতেন। তার সঙ্গে আমার ব্যক্তিজীবনে তেমন পরিচিতি না থাকলেও কর্মগুণে আমি উনাকে চিনতাম।
আল্লামা বাবুনগরী বলেন, তিনি ছাত্রজীবন থেকে মৃত্যু অবধি ইসলামি আন্দোলনের একজন নিবেদিত প্রাণ সৈনিক ছিলেন। খেলাফত প্রতিষ্ঠার লক্ষে সারাদেশ চষে বেড়িয়েছেন। ইসলামী আন্দোলনে তার অপরিসীম ত্যাগ-তীতিক্ষা এবং কোরবানি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।