শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ০৩:০০:৫৬

চট্টগ্রামে পুলিশ-শ্রমিক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫, থমথমে পরিস্থিতি

চট্টগ্রামে পুলিশ-শ্রমিক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫, থমথমে পরিস্থিতি

নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫-এ দাঁড়িয়েছে। এর আগে পুলিশের গুলিতে বাঁশখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের চার শ্রমিক গুলিবিদ্ধ হয়ে নিহতের খবর মেলে। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু ঘটে বলে জানা গেছে। 

নিহত ৪ জনের পরিচয় মিলেছে। তারা হলেন- আহমদ রেজা (১৮), পিতা মাওলানা মো. আবু সিদ্দিক; রনি হোসেন (২২), পিতা অলিউল্লাহ; শুভ (২৪), পিতা নুরুজ্জামান, মো. রাহাত (২২), পিতা মো. দালু মিয়া এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। নিহত প্রথম চারজনের বাড়ি বড়ঘোনা এলাকায়।  
  
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২ জন। সকালে শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ শুরু করলে এ সংঘর্ষ শুরু হয়। আজ শনিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বাঁশখালী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেছেন, বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের বিরোধ চলছিল। সকালে শ্রমিকরা বিক্ষোভের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র বলছে, সংঘর্ষের একপর্যায়ে পুলিশ গুলি চালায়। এতে কমপক্ষে ৩২ জনের মতো আহত হন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে