পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম): চট্টগ্রামের পটিয়া আগুনে ফাহাদ সল্ট নামে একটি লবণ মিলসহ অন্তত ১০টি ঘর পুড়ে তিন কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার পটিয়া ইন্দ্রোপোল এলাকায় এই ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে পটিয়া দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কারখানার পাশে খালপারে ময়লা আবর্জনার স্তুপ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পটিয়া দমকল বাহিনীর ভারপ্রাপ্ত অফিসার মনি।
পটিয়া পৌরসভার সাবেক মেয়র পৌর আওয়ামী লীগ সভাপতি ও পটিয়া ইন্দ্রোপোল লবণ মিল মালিক সমিতির সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ জানান, তার ছোট ভাই নাজিম উদ্দিনের মালিকানাধীন ফাহাদ লবণ কারখানাটি আগুনে পুড়ে গেছে। এতে সব মিলিয়ে ৫৫ হাজার মন লবণসহ কারাখানা যন্ত্রপাতিসহ তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।
পটিয়া দমকল বাহিনীর ভারপ্রাপ্ত অফিসার মনি ত্রিপুরা বলেন, আগুনে লবণ কারখানাসহ অন্তত ১০ থেকে ১২টি কাঁচা বসত ঘরও পুড়ে গেছে। আগুনের সুত্রপাত ময়লার আবর্জনা থেকে হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। আগুণে ক্ষয়ক্ষতি ও সুত্রপাত আরো তদন্ত সাপেক্ষে সম্পূর্ণ জানা যাবে।