সোমবার, ২৮ জুন, ২০২১, ১০:৪৪:৩৯

পুলিশের গাড়ি দেখেই দৌড়ে পালালেন বর-কনেসহ ৫০০ অতিথি

পুলিশের গাড়ি দেখেই দৌড়ে পালালেন বর-কনেসহ ৫০০ অতিথি

মহা ধু'মধা'মে চলছিল বিয়ের অনুষ্ঠান, উপস্থিত বর-কনে সহ ৫০০ অতিথি। কিন্তু হঠাৎ হাজির পুলিশের গাড়ী আর মুহু'র্তেই অনুষ্ঠান প'ণ্ড, দৌ'ড়ে পা'লালেন সকলেই। 
   
আজ সোমবার (২৮ জুন) দুপুরে চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া এলাকায় এ ঘ'টনা ঘ'টে।

পুলিশ জানায়, লকডাউনে সরকার বিয়েসহ যেকোনো ধরনের জনসমাগমে নিষে'ধা'জ্ঞা দিয়েছে। এ বিষয়ে প্র'জ্ঞাপনও জা'রি হয়েছে। এরই মধ্যে নোয়াপাড়া এলাকার কর্ণফুলী কনভেনশন হলে চার থেকে পাঁচশ লোকের আয়োজনে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। গো'পন সূত্রে খবর পেয়ে সেখানে অভি'যান চালায় পুলিশ। কমিউনিটি সেন্টারের সামনে পুলিশের গাড়ি দেখেই বর রফিকুল ইসলাম ও কনে শাহনাজ বেগমসহ উপস্থিত সবাই পা'লিয়ে যান। পরে কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক ও পাত্রীর বাবাকে আট'ক করে মু'চলেকা নিয়ে ছে'ড়ে দেয়া হয়।

অভি'যানের নেতৃত্বে থাকা রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ‘সোমবার সরকারি নিষে'ধাজ্ঞা'র মধ্যে বিয়ের আয়োজন করায় রাউজানে অ'ভিযান পরিচালনা করা হয়। সেখানে পুলিশ দেখে সবাই পালিয়ে যান। পরে অনেক খোঁ'জাখুঁজি'র পর কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক জামাল উদ্দিন বাদশা ও পাত্রীর বাবা মো. জামাল উদ্দিনকে আট'ক করা হয়। কিন্তু প্রথমবারের মতো তাদের সতর্ক করে মুচলেকা নিয়ে ছে'ড়ে দেয়া হয়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে