মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১, ০৫:১৩:৫৩

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড

চট্টগ্রাম থেকে : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৮ জন মারা গেছেন। একই সময়ে ১০টি ল্যাবে তিন হাজার ৩৮৯টি নমুনা পরীক্ষা করে এক হাজার ৩১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৩৩ জনের বাড়ি মহানগর এলাকায় ও ৪৭৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮ দশমিক ৬৫ শতাংশ।

আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে। সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে দুই জনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার ১৮ জন, বাঁশখালীর ২১ জন, আনোয়ারার ৬৭ জন, চান্দনাইশের দুই জন, পটিয়ার ৫৭ জন, বোয়ালখালীর ৬৫ জন, রাঙ্গুনিয়ার ৪৪, রাউজানের ৫৪, ফটিকছড়ির ৩০, হাটহাজারীর ৫৯, সীতাকুণ্ডের ২৩, মীরসরাইয়ের ১২ জন ও ২৩ জন সন্দীপ উপজেলার বাসিন্দা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে