রবিবার, ০৩ অক্টোবর, ২০২১, ০৫:৫৮:১০

আদালতে বোমা হামলা: জাবেদ ইকবাল ‘অনুতপ্ত’ হওয়ায় যাবজ্জীবন

আদালতে বোমা হামলা: জাবেদ ইকবাল ‘অনুতপ্ত’ হওয়ায় যাবজ্জীবন

১৬ বছর আগে আদালতে বোমা হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হলেও ‘অনুতপ্ত’ হওয়ায় নিষি'দ্ধ ঘো'ষিত জ'ঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জে'এমবি) চট্টগ্রাম বিভাগীয় কমান্ডার জাবেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০০৫ সালের ২৯ নভেম্বর সকালে চট্টগ্রাম আদালত ভবনের পুলিশ চে'কপো'স্টের সামনে বো'মা হামলা চালায় জ'ঙ্গি'রা। ঘটনাস্থলে মারা যান পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও ফুটবলার শাহাবুদ্দীন। আহত হন পুলিশ কনস্টেবল আবু রায়হান, শামসুল কবির, রফিকুল ইসলাম, আবদুল মজিদসহ ১০ জন।

দীর্ঘ ১৬ বছর পর রোববার এই মামলার রায় ঘোষণা করেছেন চট্টগ্রামের স'ন্ত্রা'স দ'মন ট্রা'ইব্যু'নালের বিচারক আবদুল হালিম।

রায়ে জেএমবির বোমা বিশেষজ্ঞ পলাতক জাহিদুল ইসলাম মিজান ওরফে বো'মা মিজানকে মৃ'ত্যুদ'ণ্ড দিয়েছেন আদালত। আর জাবেদ ইকবালকে যাবজ্জীবন কা'রাদ'ণ্ড দেওয়ার পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ ইউনুস বলেন, ৩০২ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। জাবেদ ইকবালকে যাবজ্জীবন ও অন্য আসামিকে ফাঁ'সির আদেশ দিয়েছে আদালত।

রায় ঘোষণার পাশাপাশি আদালত পর্যবেক্ষণও দিয়েছেন। আদালত বলেছেন, আসামি জাবেদ ইকবাল মামলার শুরু থেকে শেষ পর্যন্ত বিচার কাজে সহযোগিতা করেছে। ঘটনার সময় সে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। ঘটনার বিষয়ে অ'নুত'প্ত ছিল বলে আদালতকে জানিয়েছে। তা বিবেচনায় নিয়ে তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে।

পর্যবেক্ষণে আদালত আরও বলেন, ওই হামলা বহুদিনের পরিকল্পিত ঘটনা। নীলনকশার পরিকল্পনা জাবেদ ইকবাল ও জাহিদুল ইসলাম মিজানসহ আসামিরা বাস্তবায়ন করেছে।

রায় ঘোষণার পর জাবেদ ইকবালকে পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়েছে। এ সময় আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নে জাবেদ ইকবাল বলেন, আমি দোষী নই।

এদিকে আদালতের অনুমতি নিয়ে রায় ঘোষণার পর ছেলে জাবেদ ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেন তার বাবা আবদুল আউয়াল শিকদার। পরে তিনি বলেন, অন্য ঘটনায় তার ছেলে (জাবেদ) জড়িত থাকলেও চট্টগ্রাম আদালতের ঘটনায় সে দোষী না। আমরা আপিল করব। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে