এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামে আসিফুর রহমান (২৬) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জনতা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর কোতোয়ালি থানার হাজারী লেনে ক্যাম্পাসের সামনে এ ঘটনা ঘটে।
আসিফুর রহমান চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর হাজারী লেনে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা দিতে আসলে আসিফুরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকজন তাকে চিনতে পেরে পথরোধ করেন। এ সময় স্থানীয় লোকজনও সংঘবদ্ধ হয়ে তাকে ধরে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে আসিফুরকে আহত অবস্থায় লোকজন পুলিশের গাড়িতে তুলে দেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখার মনির বলেন, সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা তাকে ধরে মারধর করার চেষ্টা করে। তবে আমাদের প্রক্টোরিয়াল টিম তাকে রক্ষা করে এবং শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পুলিশের কাছে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো. আবদুল করিম বলেন, এক ছাত্রলীগ নেতাকে ধরে লোকজন আমাদের কাছে দিয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।