এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জ বাজারে পেঁয়াজের দাম হঠাৎ বৃদ্ধি পেয়েছে। কয়েক সপ্তাহ ধরে সহজলভ্য পেঁয়াজের দাম দুই-একদিনের ব্যবধানে কেজিতে ২০-৩০ টাকা বাড়ে। সোমবার পাইকারি বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
বাজারের ব্যবসায়ীরা জানান, ভারত থেকে পেঁয়াজের আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের সরবরাহ কমে গেছে। এ কারণে দাম বৃদ্ধি পেয়েছে। খুচরা বাজারে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়, আর পাইকারিতে দেশি পেঁয়াজের দাম মানভেদে ৯০ থেকে ১০৫ টাকা পর্যন্ত। এসব পেঁয়াজ আসে ফরিদপুর, কুষ্টিয়া ও রাজবাড়ি থেকে।
চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল কাশেম বলেন, “ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে। চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় দাম বাড়ছে। সরবরাহ স্বাভাবিক হলে দাম আবার কমে যাবে।”
খাতুনগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, “পেঁয়াজের বাজারে সরবরাহ যথেষ্ট নয়। সরকার অবশ্যই বাজার স্থিতিশীল রাখার পদক্ষেপ নেবে।”