চট্টগ্রাম : আলোচিত চট্টগ্রামের পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন - শাহজাহান এবং মুছার ভাই সাইদুল শিকদার সাবু। এরমধ্যে শাহজাহানকে খাগড়াছড়ি যাওয়ার পথে অক্সিজেন বাস স্ট্যান্ড থেকে আর সাবুকে রাঙ্গুনিয়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের দাবি পুলিশের।
বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শনিবার ওয়াসিম ও আনোয়ার নামে দুজনকে গ্রেপ্তার করে ডিবি। এরপর মঙ্গলবার অস্ত্র সরবাহকারী এহতেশামুল হক ভোলা ও তার সহযোগী মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় তাদের কাছ থেকে মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র দুটিও উদ্ধার করা হয়।
রোববার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে খুনের বিস্তারিত প্রকাশ করেছেন ওয়াসিম ও আনোয়ার। তবে মূল পরিকল্পনাকারী এখনও অন্ধকারে।
বিমানবন্দর ও স্থলবন্দরে ছবি ও তথ্য পাঠিয়ে সর্বোচ্চ সর্তকতা জারি করা হলেও এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি ১৬৪ ধারায় উঠে আসা কালু, নবী ও রাশেদকে।
গত ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি’র মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনার পরদিন পাঁচলাইশ থানায় বাবুল আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে গোয়েন্দা পুলিশ, র্যাব, সিআইডি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কাউন্টার টেররিজম ইউনিট (সিটিআই)। তবে মামলার মূল তদন্তে আছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
০১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম