শনিবার, ০৯ জুলাই, ২০১৬, ০৯:৪২:০০

জঙ্গি সন্দেহে ৩ যুবককে আটক করেছেন পুলিশ

জঙ্গি সন্দেহে ৩ যুবককে আটক করেছেন পুলিশ

স্পোর্টস ডেস্ক: সীতাকুণ্ডের বাড়বকুণ্ডু এলাকা থেকে শনিবার জঙ্গি সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ। চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সে কর্মরত বিদেশি নাগরিকদের ওপর তাহামলার পরিকল্পনা করছিল বলে পুলিশ জানায়।

জানা যায়, গোপন সংবাদে পুলিশ জানতে পারে বাড়বকুণ্ডু চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সে কর্মরত চীনা নাগরিকদের ওপর জঙ্গিরা হামলার পরিকল্পনা নিয়েছে। এ খবরে শুক্রবার বিকেল থেকে পুলিশ জঙ্গিদের আটক করতে অভিযানে নামে।

শনিবার বিকেলে সন্দেহভাজন তিন জঙ্গিকে পুলিশ আটক করে সীতাকুণ্ড থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ সময় চট্টগ্রাম জেলার এএসপি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে থানায় কোনো সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি। এই বিষয়ে জানতে এএসপি মোস্তাফিজুর রহমান ও সীতকুণ্ড মডেল থানার ওসি ইফতেখার হাসানের মোবাইল ফোনে বারবার যোগাযোগ করলেও তারা ফোন ধরেননি।

স্থানীয়রা জানান, ২০০১ সালে জেএমবিপ্রধান আবদুর রহমান সীতাকুণ্ডের কুমিরা দেলিপাড়া এলাকায় একটি মসজিদে আসেন। সেখানে মাহফিল শেষে একটি জঙ্গি সংগঠন গঠন করেন তিনি। তার ফাঁসি কার্যকর হলে পরবর্তী সময়ে ওই কমিটির সদস্যরা আত্মগোপনে চলে যায়। ওই সময় আটক হওয়া কয়েকজন ছাড়া পেয়ে আবারও জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।
৯ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে