চট্টগ্রাম: স্ত্রীর গরুর মাংস খেতে ইচ্ছা হয়েছিল। সেজন্য স্বামীকে গরুর মাংস কিনে আনতে বলেছিলেন স্ত্রী। কিন্তু স্বামী গরুর মাংস আনেনি। সেই অভিমানে জোহরা বেগম (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। চট্টগ্রামের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, মঙ্গলবার সকালে জোহরা তার স্বামীকে বাজার থেকে গরুর মাংস আনতে বলেন। দুপুরে স্বামী ফিরলে গরুর মাংস কিনে আনেনি। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী ঘরের বাইরে গেলে স্ত্রী দরজায় ছিটকিনি আটকে দেন। এরপর গলায় ওড়না পেঁচিয়ে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।
জোহরা কুমিল্লা জেলার মুরাদনগর থানার বড় আলীর চর এলাকার মো. আলমের স্ত্রী। স্বামী-স্ত্রী দুজনই স্থানীয় মামস গার্মেন্টসে চাকরি করেন। গত জানুয়ারিতে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা সরাইপাড়া লোহারপুল এলাকার চৌধুরী মসজিদের পাশে লিয়াকত আলীর বাসায় ভাড়া থাকতেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে জোহরার মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।
১৩ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ