মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬, ০৩:১৭:৩৮

‘আমি আইএসে যোগদানের জন্য ইরাকে এসেছি, আপনাদের সঙ্গে কোনো দিন যোগাযোগ করব না’

‘আমি আইএসে যোগদানের জন্য ইরাকে এসেছি, আপনাদের সঙ্গে কোনো দিন যোগাযোগ করব না’

চট্টগ্রাম: গত বছরের শুরুতে হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেছেন চট্টগ্রামের মেরিন ইঞ্জিনিয়ার মো. নজিবুল্লাহ আনসারী (২৮)। তাঁর বাবা এলপিআরে থাকা নৌবাহিনীর অনারারি লেফটেন্যান্ট মো. রফি
কুল্লাহ আনসারী ১০ জুলাই চট্টগ্রাম নগরের ইপিজেড থানায় এ বিষয়ে জিডি করেছেন। 

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, জিডিতে রফিকুল্লাহ বলেছেন, ২০১৫ সালের জানুয়ারিতে তাঁর আরেক ছেলের কাছে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে নজিবুল্লাহ বলেছিলেন, ‘আমি আইএসে যোগদানের জন্য ইরাকে চলে এসেছি। আমি আপনাদের সঙ্গে কোনো দিন যোগাযোগ করব না।’

 নজিবুল্লাহ রাজশাহী ক্যাডেট কলেজ থেকে ২০০৭ সালে এইচএসসি এবং মালয়েশিয়া মেরিন একাডেমি থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং পাস করেন। এরপর ২০১২ সালে বিদেশি জাহাজে চাকরি নেন। তিনি মালয়েশিয়া থেকে ইরাকে চলে যান বলে পরিবার জানতে পেরেছে। তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকপাড়ায়।

এ ছাড়া দুজন মাদ্রাসাছাত্র নিখোঁজ রয়েছেন। এর মধ্যে রাউজানের গহিরা এফ কে জামেউল উলুম বহুমুখী কামিল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ এমরান হোসেন (১৪) গত বছরের ১৩ অক্টোবর মাদ্রাসার ছাত্রাবাস থেকে বের হয়ে আর ফেরেনি।

দুদিন পর ১৫ অক্টোবর তার বাবা মোহাম্মদ ইউনুস থানায় জিডি করেন। আর পটিয়ার শাহ মীরপুর তসবিতুল কোরআন মাদ্রাসার ছাত্র কাইয়ুম উদ্দিন (১৮) মাদ্রাসা থেকে নিখোঁজ হন গত বছরের ৯ আগস্ট। তাঁর বাবা নাম আবদুল হক চলতি বছরের ১১ জুলাই পটিয়া থানায় এ বিষয়ে জিডি করেন।

১৯ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে