বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬, ১০:৫২:৪৩

চট্টগ্রামে সংঘর্ষ, ওসিসহ আহত ১৫

চট্টগ্রামে সংঘর্ষ, ওসিসহ আহত ১৫

চট্টগ্রাম : চট্টগ্রামের বায়েজিদ থানার টেক্সটাইল এলাকায় ছাঁটাইয়ের প্রতিবাদ করায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় আহত হয়েছে ১৫ জন।  আহত হয়েছেন ওসিসহ আট কর্মকর্তা।  আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ‘চৌধুরী অ্যাপারেলসের’ শ্রমিকদের সঙ্গে এ সংঘর্ষ হয়। বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত হয়েছেন বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন, এসআই গোলাম রাব্বানী (২৭), এসআই বিটু বড়ুয়া (৩০) ও শিল্প পুলিশের কনস্টেবল আমিনুল ইসলাম।  বাকিদের পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্র জানায়, কারখানার দুজন সুপারভাইজারকে চাকরি থেকে ছাঁটাই করে মালিকপক্ষ।  শ্রমিকদের অন্য জায়গায় বদলি করতে মালিকপক্ষ চেষ্টা চালালে শ্রমিকরা সকাল ৯টার দিকে রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রতিবাদ জানায়।  

পুলিশ তাদের রাস্তা থেকে সরাতে গেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়।

বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, প্রায় ঘণ্টাব্যাপী তারা রাস্তায় ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে রাখে।  শ্রমিকদের রাস্তা থেকে সরাতে গেলে সংঘর্ষ বাধে।  পরে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই হামিদুর রহমান বলেন, সংঘর্ষে আহত অন্তত ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
২১ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে