রবিবার, ২৪ জুলাই, ২০১৬, ০১:৩৯:৩৯

নবম শ্রেণির প্রশ্নপত্রে ‘আপত্তিকর’ প্রশ্ন

নবম শ্রেণির প্রশ্নপত্রে ‘আপত্তিকর’ প্রশ্ন

চট্টগ্রাম: দক্ষিণ চট্টগ্রামের ছয় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে আবারও ‘আপত্তিকর’ প্রশ্নপত্র ছাপানোর অভিযোগ উঠেছে জেলা শিক্ষক সমিতির বিরুদ্ধে। গতকাল (শনিবার) মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির প্রশ্নপত্রে বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে এমন প্রশ্নপত্র করায় সমালোচনার ঝড় উঠেছে। পরে ওই দিনের পরীক্ষা বাতিল করা হয়।

এ ঘটনার এক সপ্তাহ আগে কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে এমন ‘আপত্তিকর’ প্রশ্নপত্র ছাপানোর অভিযোগ উঠলে দুই শিক্ষককে আটক করা হয়। তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাছান জানান, বিভ্রান্তিমূলক প্রশ্নপত্রে পরীক্ষা না নেওয়ার জন্য সব বিদ্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। আবারও এ ধরনের ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ জাতীয় প্রশ্নপত্র তৈরির সঙ্গে জড়িত শিক্ষকদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

শনিবার নবম শ্রেণির ভূগোল ও পরিবেশ (সৃজনশীল) প্রশ্নপত্রের ৩ নম্বর প্রশ্নে উল্লেখ করা হয়েছে, ‘চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার অন্তর্গত গণ্ডামারা ইউনিয়নের সমুদ্র উপকূলীয় অঞ্চলে সাম্প্রতিককালে এস আলম কোম্পানি কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে।

জনরব উঠেছে যে, কয়লা বিদ্যুৎ স্থাপন করলে পরিবেশের বিপর্যয় ঘটবে। (ক) পরিবেশ কাকে বলে? (খ) প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের তুলনামূলক পার্থক্য দেখাও। (গ) কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কারণে আদৌ কি পরিবেশ বিনষ্ট হবে? তুমি কি মনে কর। (ঘ) পরিবেশ বিপর্যয়ের প্রধান প্রধান কারণ কী কী ব্যাখ্যা কর?।’

৫ নম্বর প্রশ্নে উল্লেখ করা হয়েছে, ‘সম্প্রতি প্রতিবেশী দেশ মিয়ানমারে বৌদ্ধ সম্প্রদায় ও সংখ্যালঘু মুসলমানদের মধ্যে জাতিগত দাঙ্গা দেখা দেয়। ফলে নিজেদের জীবন রক্ষার্থে রোহিঙ্গা মুলমানগণ কক্সবাজারের উখিয়াতে আশ্রয় নেয়। (ক) অভিবাসন কী? (খ) শরণার্থী বলতে কী বোঝায়? (গ) কক্সবাজারের উখিয়াতে রোহিঙ্গাদের আশ্রয় গ্রহণ কোন ধরনের অভিবাসন? ব্যাখ্যা কর। (ঘ) রোহিঙ্গাদের অভিবাসন ওই অঞ্চলের সার্বিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলবে। বিশ্লেষণ কর।’

এদিকে, বারবার বিভ্রান্তিমূলক প্রশ্ন ছাপিয়ে শিক্ষক সমিতির নেতারা কী বোঝাতে চাইছেন- এমন প্রশ্ন করেছেন অভিভাবকরা। তারা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।-সমকাল

২৪ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে