বুধবার, ২৭ জুলাই, ২০১৬, ০২:৪৬:০৯

চট্টগ্রামে ভূমিকম্প

চট্টগ্রামে ভূমিকম্প

চট্টগ্রাম : বন্দরনগরী চট্টগ্রামে বুধবার সকালে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সকাল ১০টা ২০ মিনিটি ৩০ সেকেন্ডে এ ভূমিকম্প হয় বলে নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস কর্মকর্তা এ কে এম রুহুল কুদ্দুস।

তিনি জানান, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকার দূরত্ব ৫০৫ কিলোমিটার দক্ষিণপূর্বে মিয়ানমারের পাকুক্কু এলাকায়।

যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এই ভূকম্পনের কেন্দ্র ভূপৃষ্ঠের ৯৭ দশমিক ৫ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে ৪ থেকে ৪ দশমিক ৯৯ মাত্রাকে মৃদু ভূম্পিকম্প হিসেবে ধরা হয়।

উল্লেখ্য, সর্বশেষ গত ১৩ এপ্রিলে রাতে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল সারাদেশ। এর উৎপত্তিস্থলও মিয়ানমারে ছিল।
২৭ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে