চট্টগ্রাম : জঙ্গি সন্দেহে ধরা খেল মেডিকেল ছাত্র মো. আব্দুল হান্নান ওরফে আব্দুল্লাহ ওরফে লাদেন (২১)। চট্টগ্রামের কুলগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
তিনি দিনাজপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। ঠাকুরগাঁও এলাকায় নিষিদ্ধ জঙ্গি দল আনসার উল্লাহ বাংলা টিমের অন্যতম সংগঠক তিনি বলে জানায় গোয়েন্দা পুলিশ।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর, পশ্চিম) নাজমুল হাসান শুক্রবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে বায়েজিদ বোস্তামি থানার কুলগাঁও এলাকার একটি বাসা থেকে পুলিশ লাদেনকে গ্রেপ্তার করে। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ইমতাজুর রহমানের ছেলে।
গ্রেপ্তারের সময় লাদেনের কাছ থেকে একটি ল্যাপটপ, মোবাইল ফোন, ১১টি জিহাদি বই ও কাগজপত্র জব্দ করা হয় বলে জানান গোয়েন্দা কর্মকর্তা নাজমুল জানান।
লাদেন ও কয়েকজন মিলে কুলগাঁওয়ের ওই বাসা ভাড়া নিয়েছিলেন বলে জানান তিনি। নাজমুল জানান, অভিযানে লাদেনকে গ্রেপ্তার করা গেলেও অন্যদের পাওয়া যায়নি।
লাদেনকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আনোয়ার হোসেন জানান, আব্দুল্লাহর বড় ভাই আবুল হাসনাত ঢাকা মেডিকেল কলেজের ছাত্র। কয়েক সপ্তাহ আগে ঠাকুরগাঁও থেকে চাপাতিসহ পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তিনি বলেন, উত্তরবঙ্গে বিভিন্ন সময়ে গ্রেপ্তার আনসারউল্লাহ বাংলা টিমের সদস্যরা জানিয়েছে, লাদেন তাদের দলের অন্যতম সদস্য।
আনোয়ার বলেন, পুলিশ উত্তরবঙ্গে খোঁজ শুরু করলে চট্টগ্রামে পালিয়ে এসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করছিলেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন লাদেন।
২৯ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম