শনিবার, ৩০ জুলাই, ২০১৬, ০৩:৫২:৫০

‌‘বন্ধুর বিয়েতে যাওয়ার কথা বলে এখনো নিখোঁজ সাব্বির’

 ‌‘বন্ধুর বিয়েতে যাওয়ার কথা বলে এখনো নিখোঁজ সাব্বির’

চট্টগ্রাম : রাজধানীর কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির মধ্যে চট্টগ্রামের সাব্বিরুল হক চৌধুরী কনিক (২২) নেই বলে দাবি করেছে তার পরিবার।  তবে সাব্বির এখনো নিখোঁজ।

শুক্রবার রাতে নগরীর বাকলিয়া থানায় তার বাবা আজিজুল হক চৌধুরী সাধারণ ডায়েরি (নং-১৪০২) করেছেন।   

আজিজুল হক আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।   

তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর পরিদর্শক।  বর্তমানে তিনি পরিবার নিয়ে বাকলিয়া থানাধীন মিয়াখান রোডের পূর্ব বাকলিয়া এলাকার চৌধুরী নিবাসের চতুর্থ তলায় ভাড়া থাকেন।   

জিডিতে আজিজুল হক উল্লেখ করেছেন, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে রাউজান উপজেলার এক বন্ধুর বিয়েতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সাব্বির।  এরপর বিগত চার মাস ধরে কোনো খোঁজ নেই তার।  

নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকেও এর আগে থানায় সাধারণ ডায়েরি করা হয়নি বলেও উল্লেখ করেছেন তিনি।   

উল্লেখ্য, গত ২৫ জুলাই রাতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কে তাজ মঞ্জিলের চতুর্থ তলায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ।   

পরের দিন ভোরে সোয়াতের বিশেষ অভিযানে নিহত হয় সন্দেহভাজন ৯ জঙ্গি।  উদ্ধার করা হয় অস্ত্র ও বিস্ফোরক।  

এদের মধ্যে নিহত ৮ জঙ্গির পরিচয় প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।  

তারা হলেন সাজাদ রউফ অর্ক, জোবায়ের হোসেন, আবদুল্লাহ, আবু হাকিম নাইম, তাজ-উল হক রাশিক, আরিফুজ্জামান খান, মতিয়ার রহমান ও রায়হান কবির।   

ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের ডেটাবেজ থেকে জঙ্গিদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।   

তবে বিভিন্ন সূত্র থেকে অপর যে জঙ্গির পরিচয় গণমাধ্যমে প্রকাশ হয়, তিনি চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা আজিজুল হক চৌধুরীর ছেলে সাব্বিরুল হক কনিক।

সাব্বির ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি-চট্টগ্রামের (আইআইইউসি) ইকনোমিক অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্র।  

গোল্ডেন জিপিএ পেয়ে সরকারি মুসলিম হাইস্কুল থেকে ২০১০ সালে এসএসসি এবং ২০১২ সালে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি।
৩০ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে