রবিবার, ৩১ জুলাই, ২০১৬, ০২:৪৬:০৭

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ চলছে

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ চলছে

চট্টগ্রাম : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে এক পক্ষের ছোড়া ককটেলে চট্টগ্রাম কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইলিয়াস সরকার নামে একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ওই কলেজের ছাত্রলীগ নেতা মাহমদুর করিমও আহত হয়েছেন।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারীদের সঙ্গে নগর যুবলীগ নেতা টিনুর অনুসারীর মধ্যে এ সংঘর্ষ হচ্ছে বলে জানা গেছে। বর্তমানে নুরুল আজিম রনির অনুসারীরা ক্যাম্পাসে অবরুদ্ধ হয়ে আছেন।

ছাত্রলীগ সূত্র জানায়, আজ রোববার সকালে কোনো কারণ ছাড়াই বহিরাগত যুবলীগ নেতা টিনুর অনুসারীরা চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের উপর হামলা চালায়। এসময় টিনুর অনুসারীরা ককটেল বিস্ফোরণও ঘটায়। এ সময় কলেজ ছাত্রলীগ প্রতিবাদ করতে চাইলে ধাওয়া দিয়ে ক্যাম্পাসের ভিতরে অবরুদ্ধ করে রাখেন বহিরাগত টিনুর অনুসারীরা।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম অবরুদ্ধ আছে জানিয়ে বলেন, ‘টিনুসহ বহিরাগত সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালায়। আমরা প্রতিবাদ করতে চাইলে আমাদের দিকে ককটেল ছোড়ে মারে। এসময় এক শিক্ষার্থী গুরুতর আহত হন।’

বর্তমানে তারাসহ অনেক শিক্ষার্থী ক্যাম্পাসের ভিতরে অবরুদ্ধ হয়ে আছেন এবং বাহিরে মুহু মুহু গুলির শব্দ পাওয়া যাচ্ছে বলে জানান মাহমুদুল করিম।

এ ব্যাপারে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, ‘ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করতে বারবার চট্টগ্রাম কলেজে বহিরাগতরা হামলা চালাচ্ছে। অামরা এটি নিয়ে পুলিশ প্রশাসনকে স্মারক লিপি দিছি। তারা আশ্বস্ত করেছেন এ ব্যাপারে ব্যবস্থা নিবেন কিন্তু আজও পর্যন্ত তারা ব্যবস্থা নেয়নি।’

এ ব্যাপারে জানতে চাইলে চকবাজার থানার এস আই কামাল বলেন, ‘দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তবে দুজন আহত হওয়ার খবর পাইছি।’ -বাংলামেইল
৩১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে