চট্টগ্রাম : এবার বিলাসবহুল ২টি গাড়ি জব্দ করেছে চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। বিশেষ অভিযান চালিয়ে ১১ কোটি টাকা মূল্যের দুটি বিলাসবহুল গাড়ি জব্দ করেন তারা।
সোমবার সকালে পৃথক অভিযানে গাড়ি দুটি জব্দ করা হয় বলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের নিজস্ব ফেসবুক পেজে বলা হয়।
এতে উল্লেখ করা হয়, চট্টগ্রামে শুল্ক ফাঁকির অভিযোগে পৃথক অভিযানে ১১ কোটি টাকা মূল্যের দুটি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে।
এর মধ্যে প্রথম গাড়িটি নগরীর মেহেদিবাগ এলাকা হতে (Range Rover, 4.6 SE Model: 2002, 4600 CC, Chassis No: SALLRAMJ6XA429812) উদ্ধার করা হয়। গাড়িটির আনুমানিক দাম প্রায় ৫ কোটি টাকা।
অন্যদিকে নগরীর অলংকার মোড়ের কাছে একটি পেট্রল পাম্প হতে দ্বিতীয় গাড়িটি (Porsche Cayenne Magnum, Model: 2004, 4500 CC, Chassis No: WP1ZZZ9PZ4LA49042) জব্দ করা হয়। গাড়িটির আনুমানিক দাম প্রায় ৬ কোটি টাকা বলে উল্লেখ করা হয়।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের ফেসবুক পেজে বলা হয়, গাড়ি জব্দের সময় মালিক এবং প্রতিনিধি কেউই গাড়ির বৈধ রেজিস্ট্রেশন আমদানি সংক্রান্ত কোনো দলিল দেখাতে পারেনি।
তারা ধারণা করছেন, গাড়ি দুটি কারনেটের মাধ্যমে বিনা শুল্কে আমদানি করা হয়েছে। বিদেশি পর্যটক নির্দিষ্ট সময়ের জন্য শুল্ক ব্যতীত একটি গাড়ি আমদানি করতে পারে। এ সময়ের মধ্যে ফেরত না নিলে জরিমানাসহ শুল্ক পরিশোধ করতে হয়।
দীর্ঘ সময় পার হলেও শুল্ক না দেয়ায় গোপন সংবাদের ভিত্তিতে গাড়ি দুটি জব্দ করা হয় বলে তাদের পেজে উল্লেখ করা হয়।
এ ঘটনায় পৃথক মামলা দায়ের করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের ফেসবুক পেজে বলা হয়।
১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এমএস