চট্টগ্রাম : চট্টগ্রামে 'নিখোঁজ' নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী আকিবের প্রাইভেটকারটি উদ্ধার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত ওই শিক্ষার্থী ও তার ব্যক্তিগত গাড়িচালক নিখোঁজ রয়েছেন।
বুধবার রাত পৌনে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম পাঁচলাইশ জোনের এসি জাহাঙ্গীর আলম।
গত সোমবার বিকাল ৩টা থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী তার গাড়িচালকসহ নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে তার ভগ্নিপতি চট্টগ্রাম নগরের খুলশি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম জুনায়েদ হোসেন ওরফে আকিব (২৫)। তার গাড়ির চালকের নাম মোহাম্মদ মোস্তফা (৩০)। আর ব্যক্তিগত গাড়ির নম্বর (চট্টমেট্রো-গ ১১-৭২৭৯)।
আবুল মঞ্জুর জানান, সোমবার দুপুরে আকিব তার প্রাইভেট কার নিয়ে বাসা থেকে বের হন। গাড়ি চালাচ্ছিলেন চালক মোস্তফা। গাড়িতে রাব্বি নামে আকিবের এক বন্ধুও ছিলেন।
তিনি আরো জানান, ভারতের ভিসা নেয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের কথা বলে দুই বন্ধু আগ্রাবাদ গিয়েছিলেন। ফেরার পথে বিকেল পৌনে ৩ টার দিকে নগরীর ওয়াসা মোড়ে রাব্বিকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেন আকিব। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছে না। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
খুলশি থানার ওসি নিজাম উদ্দিন জানান, জুনায়েদের খোঁজে মাঠে নেমেছে পুলিশ ও ডিবি।
ওই শিক্ষার্থী গত এপ্রিলে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস করেন। বাবা মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন চৌধুরীর মৃত্যুর কারণে তিনি চট্টগ্রামে ফিরে আসেন।
০৪ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস