বৃহস্পতিবার, ০৪ আগস্ট, ২০১৬, ০৩:৪১:৫৩

‘সরকার দাবি না মানলে লাগাতার হরতাল’

 ‘সরকার দাবি না মানলে লাগাতার হরতাল’

চট্টগ্রাম : পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন সংশোধন আইন-২০১৬ বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলায় হরতাল ঘোষণা করা হয়েছে।  সরকার যদি দাবি না মানে তাহলে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন নেতারা।

পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদের নেতারা এ ঘোষণা দেন।

রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে আগামী ১০ আগস্ট হরতাল পালন করবে পাঁচটি সংগঠন।

সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতারা হরতালের ঘোষণা দেন।

সংগঠনগুলো বৃহস্পতিবার ঢাকা প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় মানববন্ধন ও তিন পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিল এবং আগামী ৮ আগস্ট সকাল ১০টায় তিন পার্বত্য জেলায় মানববন্ধন কর্মসূচিও ঘোষণা করেছেন তারা।

বিবৃতিতে বলা হয়, মন্ত্রিসভায় পাস হওয়া পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন সংশোধন আইন-২০১৬ বাতিল করার পাশাপাশি ভূমি কমিশনে বাঙালি প্রতিনিধি নিয়োগের দাবিও জানিয়েছেন সংগঠনগুলোর নেতারা।

তারা বলছেন, সরকার যদি দাবি না মানে তাহলে পরবর্তীতে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
৪ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে