বৃহস্পতিবার, ০৪ আগস্ট, ২০১৬, ০৭:৩২:৩৭

খোঁজ মিলেছে নর্থ সাউথের সেই ছাত্রের

খোঁজ মিলেছে নর্থ সাউথের সেই ছাত্রের

চট্টগ্রাম : খোঁজ মিলেছে চট্টগ্রামে নিখোঁজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. জুনায়েদ হোসেন (আকিব) ও তার গাড়িচালক মোহাম্মদ মোস্তফার।  

মোস্তফাকে গতকাল বুধবার রাতে চট্টগ্রাম নগরের বন্দর এলাকার তুলরোডে কে বা কারা রেখে যায়। জুনায়েদ রয়েছেন ঢাকায় তার এক আত্মীয়ের বাসায়।

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগর পুলিশ কার্যালয়ে গাড়িচালক মোস্তফা ঘটনার বর্ণনা দেন।  তিনি বলেন, তাকে ও জুনায়েদকে একটি মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে ফেলা হয়।  তবে তাদের চিনতে পারেননি তিনি।

জুনায়েদ ও তাকে দুটি আলাদা ঘরে রাখা হয়েছে। তার ঘরটি অন্ধকার ছিল।  তাকে কোনোপ্রকার মারধর করা হয়নি বলে জানান তিনি।  তবে কারা তাকে নিয়ে গিয়েছিল তাও বুঝতে পারেননি।  কোনোকিছু জিজ্ঞেসও করেনি।

জুনায়েদের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন গাড়িচালক মোস্তফা।

এ সময় মোস্তফার সঙ্গে ছিলেন জুনায়েদের ভগ্নিপতি এস এম আবুল মঞ্জুর।  তিনি বলেন, জুনায়েদ গতকাল রাতে ফোন করেছিলেন।  তাকে ঢাকার বসুন্ধরায় কে বা কারা নামিয়ে দিয়ে গেছে।  

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন বলেন, চালক মোস্তফাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জুনায়েদকে চট্টগ্রামে আনা হচ্ছে।

গত সোমবার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে ব্যক্তিগত গাড়িতে করে নিজ বাসা খুলশীর কুসুমবাগ আবাসিক এলাকায় ফেরার পথে গরীবুল্লাহ শাহ মাজারের কাছ থেকে জুনায়েদ নিখোঁজ হন।  

তার সঙ্গে খোঁজ মিলছিল না গাড়িচালক মোস্তফারও। এ ঘটনায় সোমবার রাতে জুনায়েদের পরিবারের পক্ষ থেকে খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

গতকাল সন্ধ্যায় নগরের খুলশীর ডায়াবেটিক হাসপাতালের কার পার্কিংয়ের জায়গায় পরিত্যক্ত অবস্থায় জুনায়েদের গাড়িটি পাওয়া যায়।
৪ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে