মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯, ০২:২৬:৫৪

সীমান্তে বাংলাদেশিকে পি'টিয়ে ও কু'পিয়ে হ'ত্যা করল ভারতীয়রা

সীমান্তে বাংলাদেশিকে পি'টিয়ে ও কু'পিয়ে হ'ত্যা করল ভারতীয়রা

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলার চারুলিয়া সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে বাংলাদেশি এক যুবককে পি'টিয়ে ও কু'পিয়ে হ'ত্যা করা হয়েছে।

নিহ'ত ওই যুবকের নাম গনি মিয়া (২৫)। তিনি চারুলিয়া গ্রামের আবু তাহেরের ছেলে। আজ মঙ্গলবার ভোররাতে সীমান্ত এলাকা থেকে মু'মূ'র্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ'ত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, গতকাল সোমবার (২৫ নভেম্বর) রাতে গরু আনার উদ্দেশে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন আব্দুল গনি। এ সময়  কয়েকজন ভারতীয় নাগরিক তাকে ধ'রে বে'দম মা'রধ'র করেন। পরে  বিএসএফর হাতে তুলে দেওয়া হয় তাঁকে। এরপর বিএসএফ সদস্যরাও তাকে মা'রধ'র করে বাংলাদেশের সীমানায় ফেলে রাখে। ভোরারাতে সীমান্ত এলাকার লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, 'ভোর ৬টা ৩০ মিনিটে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তার আগেই মা'রা যান ওই যুবক। অতিরিক্ত র'ক্তক্ষর'ণের কারণে তাঁর মৃ'ত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।' 

চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, 'চারুলিয়া সীমান্তে একজনকে পি'টিয়ে মে'রে ফেলার ঘটনা শুনেছি। তার বিরুদ্ধে আগেও অবৈধপথে ভারতে গরু আনতে যাওয়ার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলা এখনো বিচারাধীন। তবে তাঁকে পি'টিয়ে হ'ত্যার ঘটনায় বিএসএফ জড়িত কি-না, সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। বিএসএফ জড়িত থাকলে আমরা অবশ্যই এর প্রতিবাদ জানাবো।' -কালের কণ্ঠ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে