শনিবার, ০৩ অক্টোবর, ২০১৫, ১১:২৪:২০

মামলার আগেই পালালেন এমপি

মামলার আগেই পালালেন এমপি

গাইবান্ধা : শিশুর দুই পায়ে গুলি করে মামলার আগেই পালালেন আওয়ামী লীগের গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম ওরফে লিটন।  এমপি লিটনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেছেন গুলিবিদ্ধ শিশু শাহাদাতের বাবা সাজু মিয়া।

শনিবার রাত নয়টার দিকে সুন্দরগঞ্জ থানায় তিনি মামলাটি করেন।  কিন্ত তার আগেই আত্মগোপন করেন অভিযুক্ত এমপি লিটন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাংসদের সমর্থকরা সাংসদের ব্যবহৃত পিস্তল ও শটগান সুন্দরগঞ্জ থানায় জমা দেন।  গাইবান্ধা পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম আগ্নেয়াস্ত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।

সাংসদের গুলিতে গতকাল সকালে আহত হয় চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদাত। তাকে হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সও আটকে দিয়েছিল সাংসদের সমর্থকরা।

শাহাদাতের পরিবার থাকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামে।  সে গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র।  

প্রতিদিনের মতো শুক্রবার সকালে চাচা শাহজাহান আলীর সঙ্গে হাঁটতে বেরিয়েছিল শাহাদাত।  সকাল পৌনে ছয়টার দিকে বাড়ির পাশে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কে ব্র্যাক মোড় এলাকায় গুলিবর্ষণের ঘটনাটি ঘটে।

এ ঘটনায় গণমাধ্যমগুলো ফলাও করে সংবাদ পরিবেশন করে।  নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে।  উপযুক্ত শাস্তির দাবি করা হয়।
৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে