এমটিনিউজ২৪ ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকায় প্রাণ হারান ২৮ বছর বয়সী যুবক আশরাফুল ইসলাম। তার মৃত্যুর খবর পৌঁছানোর মাত্র এক ঘণ্টার ব্যবধানে প্রাণ হারান তার মা আছিয়া বেগম (৪৮)।
স্ত্রী ও ছেলের এমন মৃত্যুতে অসুস্থ হয়ে পড়েন বাবা রহিম উদ্দিন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (২৩ জানুয়ারি) গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের নীলকুঠি গ্রামে এ ঘটনা ঘটেছে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বেলা আনুমানিক ১১টার দিকে বাসা থেকে বের হওয়ার পর আশরাফুল হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
দুপুর আনুমানিক ১২টার দিকে আশরাফুল ইসলামের মৃত্যুসংবাদ গ্রামে পৌঁছায়। খবরটি শোনামাত্রই তার মা আছিয়া বেগম (৪৮) চিৎকার দিয়ে ওঠেন এবং মুহূর্তের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন।
স্বজনরা জানান, ছেলের মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি। অল্প সময়ের মধ্যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। চোখের সামনে স্ত্রীকে হারানো এবং ঢাকায় ছেলের মৃত্যুসংবাদে আশরাফুল ইসলামের বাবা রহিম উদ্দিনও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে আশরাফুলের চাচা রফিকুল ইসলাম বলেন, আশরাফুল খুব দায়িত্বশীল ছেলে ছিল। পরিবারের হাল ধরতে ঢাকায় কষ্ট করে চাকরি করত। শুক্রবার নামাজের সময় এমনভাবে তাকে হারাতে হবে, এটা আমরা কল্পনাও করিনি। ছেলের শোকেই তার মা চলে গেল, একদিনে আমাদের পরিবার যেন সব হারাল।