শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৫১:৪৭

এক পায়ু পথ ও এক উরুতে জন্ম নিল দুই কন্যাশিশু!

এক পায়ু পথ ও এক উরুতে জন্ম নিল দুই কন্যাশিশু!

গাইবান্ধা : জোড়া লাগানো এক উরুতে দুই কন্যাশিশুর জন্ম দিয়েছেন শহিদা বেগম নামে এক গৃহবধূ।  শহিদা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামের শহিদুল ইসলামের কন্যা।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার শহিদা বেগমের (২২) প্রসব বেদনা শুরু হলে স্বাভাবিকভাবে যমজ শিশুর জন্ম হয়।  

প্রসবের পর ধাত্রী এবং তার স্বজনরা যজম শিশু দুটিকে কোলে নেয়ার সময় দেখতে পান- তাদের দুজনের উরু জোড়া লাগানো।  কিন্তু অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক।  তবে তাদের দুজনের পায়ু পথ একটি।

এ খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ ওই বাড়িতে ভিড় জমান।  ভিড় সামলাতে এলাকাবাসী ও গ্রাম পুলিশ হিমশিম খাচ্ছেন।

প্রসূতিসহ উরুতে জোড়া লাগানো যমজ কন্যাশিশু দুটি সুস্থ আছে বলে জানা গেছে।
 
৮ বছর আগে উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামের রাজু মিয়ার সঙ্গে বিয়ে হয় শহিদা বেগমের।  তাদের সংসারে ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

পরিবারটির দাবি, উন্নত চিকিৎসার মাধ্যমে যমজ শিশু দুটিকে আলাদা করা সম্ভব।  নিম্ন আয়ের পরিবার হওয়ায় উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন করা তাদের পক্ষে সম্ভব নয়।  এ কারণে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছেন তারা।
৩০ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে