গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জের সাংসদ মনজুরুল ইসলাম লিটনের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ নয় বছরের শিশু শাহাদাত হোসেন (সৌরভ)। এ যন্ত্রণায় হাসপাতালের বিছানায় ব্যথায় কাতরাচ্ছে সে। বিছানার পাশে বসে ছেলের মাথার হাত বোলাচ্ছেন তার মা সেলিনা বেগম। কিন্তু মায়ের আদরে কি ক্ষতস্থানের ব্যথা কমে?
গত ২ অক্টোবর সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জের বাড়ি থেকে হাঁটতে বেরিয়েছিল স্থানীয় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদাত। এ সময় সাংসদ লিটন গুলি ছুড়লে শিশুটির বাঁ পায়ে একটি ও ডান পায়ে দুটি গুলি লাগে।
ওইদিনই শাহাদাতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা বলছেন, শাহাদাত সুস্থ হয়ে উঠবে। তবে সময় সাপেক্ষ।
নিজে নিজে বাথরুমে যেতে পারে না শাহাদাত। মায়ের কোলই তার আশ্রয়।
গত বৃহস্পতিবার মা-বাবাকে ধরে একটু হাঁটার চেষ্টা করানো হলেও যন্ত্রণায় হাঁটতে পারেনি সে। লোকজন দেখলে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে সে। ব্যথার যন্ত্রণায় কাতরায়।
শাহাদাতের মা সেলিনা গণমাধ্যমকে বলেন, এখনো ব্যথায় ছটফট করছে। রাতে ঘুমাতে পারে না। খেতেও পারে না।
শিশু সার্জারি বিভাগ সূত্রে জানা গেছে, গুলিতে বাঁ পায়ের হাঁটুর নিচে একদিক দিয়ে মাংসপেশিতে ভেদ হয়ে অন্যদিক দিয়ে বেরিয়ে গেছে। ডান পায়ের হাঁটুর নিচে দুটি স্থানে মাংস ছিলে গেছে। এসব ক্ষতস্থানে অস্ত্রোপচার হয়েছে। তবে সেরে উঠতে সময় লাগবে।
৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর