গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানে পাচারের সময় উদ্ধার হওয়া তিনটি গরু নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। পাঁচ মাস ধরে পুলিশ হেফাজতে থাকা গরু তিনটির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইজার উদ্দিন জানান, গত ৩১ জুলাই রাতে বগুড়া থেকে পিকআপে করে তিনটি গরু গোবিন্দগঞ্জ পৌর শহরের গোলাপ সুপার মার্কেটের সামনে আসে চালক মোস্তাফিজুর ও হেলপার আব্দুল কাইয়ুম। চুরি হওয়া গরু পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে পিকআপটি আটক করা হয়। এসময় ভ্যানে থাকা সাদা ও কালো-সাদা মিশ্রিত বিদেশি জাতের দুটি গাভী ও একটি কালো রঙের বাছুর উদ্ধার করা হয়। এছাড়া পিকআপ চালক মোস্তাফিজুর ও হেলপার আব্দুল কাইয়ুমকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে চালক ও হেলপারের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর চালক ও হেলপারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। উদ্ধার হওয়া গরু তিনটি গোবিন্দগঞ্জ থানা পুলিশের হেফাজতে রাখা হয়। কিন্তু ঘটনার পাঁচ মাস অতিবাহিত হলেও গরু তিনটির প্রকৃত মালিকের সন্ধান না পাওয়ায় ফেরত দেওয়া যায়নি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, পাঁচ মাস ধরে গরু তিনটি থানায় আছে। চেষ্টা চালিয়েও মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। পিকআপের চালক ও হেলপারও গরুর মালিকের সন্ধান দিতে পারেনি। -বাংলা ট্রিবিউন।
২৬ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম