মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬, ০৮:১৬:২২

গাইবান্ধায় হিরু-মোজাম্মেল হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

গাইবান্ধায় হিরু-মোজাম্মেল হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

মোঃ মামুুনুর রশিদ মন্ডল, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় উৎসব মুখর পরিবেশে জেলা পরিষদের নির্বাচন আগামীকাল (বুধবার )অনুষ্ঠিত হবে  ।  এজন্য সকল প্রস্তুতি সম্পন করা হয়েছে । প্রার্থীদের শেষ মূর্হূতে নির্বাচনী প্রচারনা শেষ হওয়ায়  এখন ভোটার ও জনসাধারনের মধ্যে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে কে হবে ? গাইবান্ধা জেলার পরবর্তী জেলা পরিষদ চেয়ারম্যান ।   
       
এবারের নির্বাচনে প্রথমবারের মত ৫ জন প্রার্থী তীব্র প্রতিদ্বন্দীতায় অবর্তীন হয়েছে জেলা আ.লীগের সভাপতি ও   আ.লীগ মনোনীত প্রার্থী অ্যাড. সৈয়দ সামছ উল  আলম হিরু ( তাল গাছ ) , জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মো : মোজাম্মেল হক মন্ডল (কাপ পিরিচ ), জাসদ প্রার্থী এস এস এম খাদেমুল ইসলাম খুদি ( আনারস ) , স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ( ঘোড়া )  ও আমিনুল ইসলাম (মোটার সাইকেল )। এই নির্বাচনে অন্য কোনো দল অংশগ্রহন না করায় নির্বাচনটি উৎসব মুখর করতে দলীয় মনোয়নের প্রথা তুলে দেয়া হয় । যাতে করে অংশগ্রহনকারী প্রার্থীরা দলীয় পরিচয় ব্যতি রেখে ভোটযুদ্ধে অবর্তীন হয়েছে । নির্বাচনে সাধারন জনগন ভোটার না হওয়ায় শুধু মাত্র জনপ্রতিনিধিরাই  ভোটার । ফলে প্রার্থীরা তাদের পক্ষে এসব ভোটারদেরকে বাগিয়ে নিতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে । বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এ্যাড সৈয়দ সামছ উল  আলম হিরু ও মো : মোজাম্মেল হক মন্ডল মধ্যে নির্বাচন যুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইর মখোমুখি হয়েছে ।  তবে পিছন থেকে ঘোড় দৌড়ে চমক দেখাতে আতাউর রহমান আতা চেষ্টা চালিয়ে যাচ্ছে । এছাড়া জাসদ প্রার্থী এস এস এম খাদেমুল ইসলাম খুদি ও আমিনুল ইসলাম ভোটারদের দ্বারে দ্বারে সর্মথন আদায়ে ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছে ।  জেলা নির্বাচন অফিস জানিয়েছে -  ২৮ ডিসেম্বর সকাল ৯ টা থেকে দুপুর  ২ টা পর্যন্ত ১৫ টি ভোট কেন্দ্রে ৩০ টি বুথে  বিরতিহীন  ভাবে ভোটগ্রহন করা হবে ।

এবার গাইবান্ধার ৭ টি উপজেলা, ৩ টি পৌরসভা  ও ৮২ টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি মোট ১ হাজার ১শ ১৭ জন  ভোটারে ১ জন জেলা পরিষদ চেয়ারম্যান , ৫ জন সংরক্ষিত নারী সদস্য ও ১৫ জন সাধারন সদস্য নির্বাচিত হবেন ।
২৬ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে