শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬, ০৯:১৯:৫১

গুলিবিদ্ধ এমপি লিটন আর নেই

গুলিবিদ্ধ এমপি লিটন আর নেই

গাইবান্ধা : নিজ বাড়ির উঠানে দলীয় নেতাকর্মী নিয়ে বৈঠকের সময় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার নিজ বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এমপি লিটন তার নিজ বাড়ির উঠানে দলীয় নেতাকর্মী নিয়ে বৈঠক করছিলেন। বৈঠক শেষে তিনি ঘরে যাওয়ার সময় হঠাৎ করে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে লিটনে শরীরে গুলি লাগলে তিনি গুরুত্বর আহত হন। এসময় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ধাপ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এমপি লিটন মারা যান।  ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান জানান, খবর পেয়ে তিনি এমপি লিটনের বাড়িতে অবস্থান করছেন। কিভাবে এমপি লিটন গুলিবিদ্ধ হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

৩১ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে