সোমবার, ০২ জানুয়ারী, ২০১৭, ১২:৩৮:০৭

গাইবান্ধায় ট্রেনের চাকা থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের চাকা থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেল স্টেশনে থেমে থাকা একটি লোকাল ট্রেনের চাকা থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।

এদিকে, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতার দাবিতে সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় অর্ধদিবস হরতাল পালন করছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। হরতাল চলাকালে সকাল সাড়ে ৭টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহরগামী একটি লোকাল ট্রেন বামনডাঙ্গা রেলস্টেশনে আটকে দেয় বিক্ষোভকারীরা।

হরতালকে কেন্দ্র করে পুরা সুন্দরগঞ্জ উপজেলায় পুলিশ, র‌্যাব, বিজিবি মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, থেমে থাকা ট্রেনের চাকার সঙ্গে কালো রংয়ের টেপ দিয়ে পেচানো বোমাসদৃশ বস্তু দেখতে পাওয়া যায়। এ সময় লাল রংয়ের দুটি তারও দেখতে পাওয়া যায়।
অনেকে ধারণা করছেন, ট্রেনটি চলা শুরু করলে বোমাসদৃশ বস্তুটি বিস্ফোরণ ঘটতে পারতো।
এদিকে, ঘটনার পরপর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ সবাইকে ঘটনাস্থল থেকে সরিয়ে দিচ্ছে।

গাইবান্ধা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম বলেন, ‘বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়েছে।’
০২ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে