সোমবার, ০২ জানুয়ারী, ২০১৭, ০২:৩৩:২৯

হেলিকপ্টারে সুন্দরগঞ্জ পৌঁছেছে লিটনের মরদেহ

হেলিকপ্টারে সুন্দরগঞ্জ পৌঁছেছে লিটনের মরদেহ

গাইবান্ধা : সুন্দরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মরদহবাহী হেলিকপ্টারটি উপজেলার বামুনডাঙ্গায় অবতরণ করেছে বলে জানা যায়।

বাংলাদেশ বিমান বাহিনীর এই হেলিকপ্টার সোমবার দুপুর ১টা ১৬ মিনিটে বামুনডাঙ্গার একটি ফাঁকা জমিতে অবতরণ করে বলে বাংলা ট্রিবিউনকে জানান সুন্দরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাবিবুল ইসলাম।

তিনি আরও জানান, এখান থেকে মরদেহটি নিহতের নিজ বাড়িতে নেওয়া হবে। দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের  শ্রদ্ধা জানানোর জন্য মরদেহটি বাড়িতে রাখা হবে। বিকালে নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে।

সোমবার সকালে এমপি লিটনের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ (মাস্টারপাড়া) গ্রামের বাড়িতে শোকের মাতম দেখা যায়। প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা উপক্ষো করে এমপির বাড়িতে আত্মীয়-স্বজনসহ আশপাশ ও দূর-দুরান্তের লোকজন ছুটে আসে। এখন শুধু লাশের অপেক্ষায় রয়েছেন।

এর আগে ঢাকা সকাল ১০টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এমপি লিটনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতের প্রতি শেষ ফুলেল শ্রদ্ধা জানান।

আগের দিন, রবিবার, নিহত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বোন তাহমিদা কাকলী বাদী হয়ে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন এমপি লিটন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
০২ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে