গাইবান্ধা : গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে তৃতীয় জানাজা শেষে দাফন করা হয়েছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন মাওলানা জালাল উদ্দিন।
শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন এমপি লিটন। সেখান থেকে তাকে দ্রুত রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।এমপি লিটনের লাশ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর এলাকার বিভিন্নস্তরের মানুষ তাকে শেষবারের জন্য দেখতে সেখানে ভিড় জমান।
সোমবার বেলা সোয়া ১টার দিকে এমপি লিটনের লাশ বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট বামনডাঙ্গা রেল স্টেশনের পূর্ব পাশের একটি ফাঁকা জমিতে অবতরণ করে। এমপি লিটনের পরিবারের সদস্যরা সেখানে তার লাশ গ্রহণ করেন এবং অ্যাম্বুলেন্স করে লাশ গ্রামের বাড়িতে নিয়ে যান।
এর আগে সকাল ১০টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এমপি লিটনের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান।
০২ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস