নিউজ ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের প্রাইভেটকারে ধাক্কা দেওয়ার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকাল ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলা শহরের শিল্পী হোটেলের সামনে এ ঘটনা ঘটে। মোটরসাইকেল দিয়ে ধাক্কার অভিযোগে আটক কিশোর রানা ইসলাম (১৫) স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের জয়পুরপাড়া গ্রামের মো. মুকুল মিয়ার ছেলে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রসিকিউটর তুরিন আফরোজ একটি প্রাইভেটকারে করে পলাশবাড়ী হয়ে ঢাকা যাচ্ছিলেন। এসময় শিল্পী হোটেলের সামনে প্রাইভেটকারটি পৌঁছালে পাশের একটি ছোট রাস্তা থেকে রানা ইসলাম মোটরসাইকেল নিয়ে মহাসড়কের উঠতে গেলে প্রাইভেটকারে ধাক্কা লাগে।
তিনি আরও জানান, ঘটনার পর মোটরসাইকেলসহ রানা ইসলামকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া প্রাইভেটকারের ধাক্কার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
তবে স্থানীয়রা জানিয়েছেন, রানা ইসলাম কিছুদিন হলো মোটরসাইকেল চালানো শিখেছে। ছোট রাস্তা থেকে মহাসড়কে উঠবার সময় হঠাৎ করে প্রাইভেটকারে ধাক্কার ঘটনা ঘটে। এর পেছনে অন্য কোনও কারণ নেই।
তুরিন আফরোজের বাবা তছলিম উদ্দিন আহমেদ গত মঙ্গলবার মারা যান। নীলফামারীর জলঢাকার চাওরাডাঙ্গি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করে সোমবার ফিরছিলেন তুরিন।
৯ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস