বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫, ০৯:২৮:০৭

লোমহর্ষক হত্যাকাণ্ডে রিমান্ডে পাষণ্ড স্বামী-সতীন

লোমহর্ষক হত্যাকাণ্ডে রিমান্ডে পাষণ্ড স্বামী-সতীন

গাইবান্ধা প্রতিনিধি : মা ও মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় পাষণ্ড স্বামী আশরাফুল ইসলাম (৪৫) ও তার দ্বিতীয় স্ত্রী মমিনা বেগমকে (৩০) দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

গাইবান্ধার জেলার সদর উপজেলায় এ নির্মম ঘটনা ঘটে।

গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ময়নুল হাসান ইউসুফ বুধবার বিকেলে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদ হোসেন আদালতে হাজির করে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।  শুনানি শেষে আদালতের বিচারক তাদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, বুধবার ভোরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে আশরাফুল ইসলামের প্রথম স্ত্রী মর্জিনা বেগম (৩৩) ও তার দেড় বছরের মেয়ে আসমা-উল হোসনাকে হত্যার উদ্দেশ্যে তাদের ঘরে আগুন লাগিয়ে দেয় স্বামী আশরাফুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী মমিনা বেগম।  

আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়।  এ ঘটনায় মর্জিনা বেগমের বাবা মোসলেম উদ্দিন সরকার বাদী হয়ে মঙ্গলবার রাতেই সদর থানায় স্বামী আশরাফুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী মমিনা বেগমসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪-৫ জনের নামে মামলা দায়ের করেন।
১৪ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে