লম্বায় ৫ ফুট, বোয়ালটির দাম ২০ হাজার টাকা!
গাইবান্ধা : স্থানীয় এক জেলের জালে ধরা পড়েছে লম্বায় ৫ ফুট, ১৫ কেজির এক বোয়াল। বোয়াল মাছটি ধরা পড়েছে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ঘাঘট নদীর গুঁড়া-খাওয়া নামক এলাকায়।
শুক্রবার বিকেল ৩টার দিকে মাছটি ধরা পড়ে কলেজ খেয়াঘাটের মাঝিপাড়ার প্রফুল্ল মাঝির ছেলে প্রবীরের জালে।
তিনি জানান, মুঠ (চটকা) জাল দিয়ে ঘাঘট নদীতে মাছ ধরছিলেন তিনি। হঠাৎ জালে বোয়াল মাছটি ধরা পড়ে। পরে দুই-তিনজনের সহায়তায় মাছটি নদী থেকে উপরে তোলা হয়। মাছটির দাম প্রবীর হাঁকেন ২০ হাজার টাকা।
মাছটি একনজর দেখার জন্য উৎসুক মানুষের ভিড় পড়ে যায়। পরে মাছটি কলেজ খেয়াঘাটের ব্রিজ সংলগ্ন এলার ঘাঘট নদীর পানিতে বেঁধে রাখা হয়। স্থানীয় কয়েকজন মাছটির দাম হাঁকান ১২ হাজার টাকা।
সচরাচর এত বড় বোয়াল মাছ দেখা যায় না বলে জানান স্থানীয়রা। তবে বোয়ালটি জালে পড়ে ভাগ্য খুলেছে প্রবীরের।
১৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�