বুধবার, ২২ মার্চ, ২০১৭, ০৮:৫৪:৩৮

সুন্দরগঞ্জে এমপি লিটনের শূন্য আসনে গোলাম মোস্তফা জয়ী

সুন্দরগঞ্জে এমপি লিটনের শূন্য আসনে গোলাম মোস্তফা জয়ী

গাইবান্ধা থেকে : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ জয়লাভ করেছেন। ১০৯ কেন্দ্রের মধ্যে ১০১ কেন্দ্রের ফলাফলেই জয়-পরাজয় নির্ধারণ হয়ে গেছে।
 
রিটানিং কর্মকতা জিএম সাহাতাব উদ্দিন জানান, সুন্দরগঞ্জের মোট ১০৯টি কেন্দ্রের মধ্যে বুধবার রাত আটটা পর্যন্ত ১০১টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ পেয়েছেন ৮২ হাজার ১০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৫৭ হাজার ১০৪ ভোট। বাকি আট কেন্দ্রের ফলাফল জয় পরাজয়ে আর কোনো ভূমিকা রাখতে পারবে না।
 
বুধবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। কিছু কেন্দ্রে জাল ভোট ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ভোটারদের উপস্থিতি ছিল কম। এখন প্রতিটি কেন্দ্রে ভোট গননা চলছে।
 
উল্লেখ্য, গতবছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন সন্ত্রাসীর গুলিতে নিহত হওয়ায় আসনটি শূন্য হয়। এখানে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে মোট ভোটার তিন লাখ ৩৩ হাজার ৪২৬ জন। এরমধ্যে নারী এক লাখ ৭০ হাজার ৮৪১ এবং পুরুষ এক লাখ ৬২ হাজার ৫৮৫ জন।

২২ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে