বিয়েবাড়িতে বর-কনেসহ মহাবিপদে শতাধিক ব্যক্তি
গাইবান্ধা : বিয়েবাড়িতে মহাবিপদে পড়েছেন বর-কনেসহ অন্তত শতাধিক ব্যক্তি। বিয়েবাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন তারা। ঘটনাটি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার তিলকপাড়া গ্রামে।
অসুস্থদের মধ্যে অন্তত ২০ জনকে সাদুল্যাপুর, পলাশবাড়ী ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল দল স্থানীয়ভাবে চিকিৎসা দিচ্ছেন।
সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার আজরামপুর গ্রামের তোবারক আলীর মেয়ে বীথি আকতারের সঙ্গে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার তিলকপাড়া গ্রামের আবু হোসেনের ছেলে আবুল বাশারের বিয়ে হয়। ওই দিন রাতে মেয়ের বাড়িতে বিয়ের খাওয়া শেষে মঙ্গলবার সকালে বরযাত্রীরা গ্রামে ফেরেন।
জানা গেছে, গ্রামে ফেরার পর থেকে ধীরে ধীরে বরযাত্রীরা অসুস্থ হতে থাকেন। বর ও কনেও অসুস্থ হয়ে পড়েন। রাত ১২টার দিকে অসুস্থ ব্যক্তির সংখ্যা ১০০ জনে ছাড়িয়ে যায়। এ ঘটনায় কনে পক্ষের লোকজনও অসুস্থ হয়েছে বলে জানা গেছে।
তাদেরও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। অসুস্থদের মধ্যে অন্তত ২০ জনকে আজ বুধবার ভোরে সাদুল্যাপুর, পলাশবাড়ী ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বিয়েবাড়ির খাবার খাওয়ার কয়েক ঘণ্টা পর থেকে পেটের ব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। ধীরে ধীরে তা বাড়তে থাকে। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসায় সেরে না উঠায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকতার আলম গণমাধ্যমকে বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। আজ বুধবার দুপুরে তিলকপাড়া গ্রামের একটি মেডিকেল দল পাঠানো হয়েছে। এ পর্যন্ত ৯১ জন রোগীকে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়েছে বলে জানান তিনি।
২১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�