গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার পৌর শহরের নতুন ব্রিজ সংলগ্ন শহর রক্ষা বাঁধ পানির প্রবল স্রোতে ধসের সৃষ্টি হয়। এতে করে সদর উপজেলায় পানি প্রবেশ করতে থাকে।
তবে, সেনাবাহিনী, জেলা প্রশাসন ও স্থানীয়দের সোমবার রাত ১১টার দিকে তিন ঘণ্টার চেষ্টায় বাঁধের ধস থামানো হয়। এতে তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গাইবান্ধা পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী, জেলা প্রশাসন ও স্থানীয় জনগণ বাঁধ রক্ষায় কাজ করেছে। বর্তমানে বাঁধ পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস