বিদেশিদের ওপর হামলা ষড়যন্ত্রেরই অংশ : এরশাদ
গাইবান্ধা : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, একটি বিশেষ মহল সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে একের পর এক বিদেশি নাগরিক হত্যা করছে। দিনাজপুরে ইতালির নাগরিককে হত্যা চেষ্টা ষড়যন্ত্রেরই অংশ।
বুধবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দলীয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসহ সব নির্বাচনে জাতীয় পার্টি দলীয় প্রার্থী দেবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই। এভাবে চলতে থাকলে কোনো বিরোধী দল থাকবে না।
এর আগে বিকেলে রংপুর থেকে ঢাকায় ফেরার পথে পলাশবাড়ীতে দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পীর বাসভবনে এক দলীয় আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নেন এরশাদ।
এতে ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী ও উপজেলা জাপা সভাপতি রফিকুল ইসলামসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�