নিউজ ডেস্ক : গাইবান্ধা শহরের পৌরপার্ক এলাকায় সৌরভ মিয়া নামের এক পানের দোকানদারের ক্ষুরের আঘাতে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। মঙ্গলবার সাড়ে ১১ টার দিকে শহরের পৌরপার্কে ঘটনাটি ঘটে। আহতরা হলো- সদর কোর্ট পুলিশের এসআই সাঈদ ও সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই ছানোয়ার ও এটিএসআই ছাত্তার।
আহত পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ওই দোকানদারকেও আটক করেছে পুলিশ। সৌরভ গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়ার আব্দুল্লাহ হোসেনের ছেলে।
গাইবান্ধা সদর থানার ওসি অপারেশন মজিবর রহমান বলেন, সোমবার (২৬ মার্চ) বিকালে পৌরপার্কে কোর্ট পুলিশের এসআই সাঈদ ও সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই ছানোয়ার ও ছাত্তার একটি পান-সিগারেটের দোকানে গিয়ে পান, চকলেটসহ অন্যান্য কিছু কিনে খান। পরে সেখানে হিসাবে গরমিল হওয়ায় এসআই সাঈদ ওই পান দোকানদার সৌরভকে চড়থাপ্পড় মারেন।
এরই জেরে পরে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে ওই পুলিশ কর্মকর্তারা দায়িত্বরত অবস্থায় পৌরপার্কে সৌরভের দোকানের সামনে এসে তাকে থানায় নিতে চাইলে দোকানদার সৌরভ ক্ষিপ্ত হয়ে তাদের ওপর ক্ষুর দিয়ে হামলা চালান। এতে ওই পুলিশ কর্মকর্তারা হাতে আঘাত পেয়ে আহত হন। পরে তাদেরকে স্থানীরা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থল থেকে সৌরভকে আটক করা হয়েছে। তার কাছে থাকা তিনটি ক্ষুর পুলিশ উদ্ধার করে।- ঢাকা টাইমস
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস