জমবে স্বামী-স্ত্রীর লড়াই
গাইবান্ধা প্রতিনিধি : মেয়র পদে লড়াই হবে স্বামী-স্ত্রীর। ঘটনাটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে। নির্বাচনে মেয়র পদে স্বামী-স্ত্রী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।
তারা হলেন গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. ফারুক আহমেদ ও তার স্ত্রী পৌর বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক মোছা. মঞ্জুরী মোর্শেদা।
মো. ফারুক আহমেদ বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন। আর তার স্ত্রী মঞ্জুরী মোর্শেদা স্বতস্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। যাচাই-বাছাই শেষে দুজনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
গত পৌর নির্বাচনে ফারুক আহমেদ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটে পরাজিত হয়েছিলেন। এদিকে পৌর নির্বাচনে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে গোবিন্দগঞ্জ পৌর এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ফারুক আহমেদ জানান, দলীয়ভাবে তিনি মনোনয়ন পেয়েছেন। এলাকার মানুষের সুখ-দুঃখে ও বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। সে কারণে মেয়র পদে দেখতে চান এলাকাবাসী।
এদিকে মঞ্জুরী মোর্শেদা জানান, নির্বাচন করতেই মনোনয়নপত্র জমা দিয়েছি।
ভোটাররা বলছেন, মনোনয়নপত্র বাতিল হওয়ার আশঙ্কায় তার স্ত্রী মনোনয়নপত্র দাখিল করেন। তবে শেষ পর্যন্ত স্বামী ও স্ত্রীর মধ্যে একজনই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে মনে হচ্ছে।
৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম
�