বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫, ১২:০২:৫৫

হেলিকপ্টারে এসে পতাকা ওড়ালেন সেই এমপি

হেলিকপ্টারে এসে পতাকা ওড়ালেন সেই এমপি

গাইবান্ধা প্রতিনিধি : হেলিকপ্টারে এসে পতাকা ওড়ালেন সেই এমপি লিটন, যিনি শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে সারাদেশে সমালোচনার ঝড় তুলেছিলেন। যাকে গ্রেপ্তার করতে পুলিশ নেমেছিল অভিযানে। যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন থেকে শুরু করে নানা কর্মসূচি পালন করেছিল দেশের সচেতন মানুষ। আজ ছিল বিপরীত চিত্র। সাধারণ জনতা থেকে শুরু করে প্রশাসনের কর্তারা পর্যন্ত অপেক্ষায় ছিলেন সেই লিটনের জন্য। তিনি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় এমপি। মো. মঞ্জুরুল ইসলাম লিটন বিজয় দিবসের পতাকা উত্তোলন ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বুধবার হেলিকপ্টারে করে সুন্দরগঞ্জে আসেন। তাও আবার আড়াই ঘণ্টা দেরিতে। এমপির দেরিতে আসার কারণে অনুষ্ঠান সূচিও পিছিয়ে দিতে বাধ্য হয় স্থানীয় প্রশাসন। অনুষ্ঠানসূচি পেছানোয় দুর্ভোগে পড়েন বিজয় দিবসের কর্মসূচিতে অংশ নিতে আসা শিশু-কিশোররা। সকাল থেকে তারা একটানা মাঠে দাঁড়িয়ে থাকে। ঘটনাটি এলাকায় বেশ আলোচিত হচ্ছে। প্রশাসনেও এ নিয়ে দেখা দেয় অসন্তোষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হাই মিলটন গণমাধ্যমকে বলেন, কুয়াশার কারণে এমপির বহনকারী হেলিকপ্টারটি দেরিতে আসে। তাই আড়াই ঘণ্টা পর পতাকা উত্তোলনসহ অন্যান্য কর্মসূচি পালন করা হয়। পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনি যেভাবেই আসুক না কেন সেটা তার ব্যাপার। কিন্তু কোমলমতি শিশু-কিশোরদের দীর্ঘ সময় দাঁড়িয়ে রাখাটা অমানবিক। বিকেল চারটার দিকে সেই এমপি আবার কপ্টারযোগে এলাকা ত্যাগ করেন। যাওয়ার সময় বহনকারী হেলিকপ্টারটি এমপির বাড়ির ওপর তিনবার চক্কর খায়। পরে হেলিকপ্টারটি ঢাকার পথে রওনা হয়। ১৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে