শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:৩০:১৬

ভাঙন থেকে রক্ষা পেতে নদীর পাড়ে নামাজ আদায় ও বিশেষ মোনাজাত

ভাঙন থেকে রক্ষা পেতে নদীর পাড়ে নামাজ আদায় ও বিশেষ মোনাজাত

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নদী ভাঙন থেকে রক্ষা পেতে নদীর পাড়ে নফল নামাজ ও বিশেষ দোয়া করেছে এলাকাবাসী। এলাকাবাসীর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের পুটিমারী গ্রামে তিস্তা নদীর পাড়ে ভাঙনরোধে ৬০ জন হাজির অংশগ্রহণে এ নামাজ আদায় ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. সমস উদ্দিন। এতে শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের কমপক্ষে ৬ শতাধিক মানুষ অংশ নেন। 

এ ব্যাপারে প্রবীণ শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, গত দুই মাস ধরে অব্যাহত নদীভাঙনে পাঁচ শতাধিক পরিবারের ভিটে-মাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনে হুমকির মুখে আরো কয়েকটি গ্রাম। তাই নদীর পাড়ে নফল নামাজ আদায় করে বিশেষ দোয়া করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে