সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ১১:০৩:২৬

ইট কুড়াতে গিয়ে মাটিচাপায় নিহত ৩

ইট কুড়াতে গিয়ে মাটিচাপায় নিহত ৩

গাইবান্ধা প্রতিনিধি : কালভার্টের ইট কুড়াতে গিয়ে মাটিচাপা পড়ে এক নারীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছেন আরো সাতজন। সোমবার সন্ধ্যায় গাইবান্ধা-মাদারগঞ্জ সড়কের নংকেরশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের জনৈক মোল্লার ছেলে আবদুস সাত্তার (৫৫), একই ইউনিয়নের নুর আলমের মেয়ে কাকলী (৩০) ও আবিছান মিয়ার ছেলে কুদ্দুস (৩০)। গুরুতর আহত আরফি মিয়া (১৫), সেলিনা বেগম (৪০) ও মিনারা বেগমকে (২৫) সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক ও জনপথ বিভাগ গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কটি সংস্কার এবং সাহানা ফিলিং স্টেশন সংলগ্ন নংকেরশ্বর এলাকার পুরাতন কালভার্টটি ভেঙে নতুন কালভার্ট নির্মাণ কাজ শুরু করে। ওই কাজের অংশ হিসেবে এরই মধ্যে পুরনো কালভার্টটি ভেঙে ফেলা হয়েছে। ভেঙে ফেলা কালভার্টের দুই ধারের মাটির নিচে কিছু পুরনো ইট ছিল। সোমবার সন্ধ্যার পর জয়েনপুর ও মন্দুয়ার গ্রামের ১৫-২০ জন নারী-পুরুষ ইট কুড়াতে ওই কালভার্টের নিচে যায়। এ সময় তারা তোড়জোড় করে ইট টেনে খুলে নেয়ার সময় হঠাৎ কালভার্টের পূর্ব ধারের ইটমাটি ভেঙে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত হন আরো সাতজন। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আরো কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে