নিউজ ডেস্ক : দেশে লবণের দাম বেড়ে যাওয়ার গুজব ছড়িয়ে পড়ায় লবণের বাজার নিয়ন্ত্রণে ইতোমধ্যেই মাঠে নেমেছে প্রশাসন। কেউ বেশি দামে লবণ বিক্রি করলে বা এক কেজির বেশি লবণ কিনলেই তাকে আটক করছে পুলিশ।
আজ ১৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে লবণ বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ী এবং এক কেজির বেশি লবণ কেনায় দুই ক্রেতাকে আটক করেছে পুলিশ।
এদিকে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবিরকে সঙ্গে নিয়ে এই অভিযান চালান।
এ সময় অতিরিক্ত দামে লবণ বিক্রির অভিযোগে বোনারপাড়া বাজার থেকে পাঁচ ব্যবসায়ীকে এবং এক কেজির বেশি লবণ কেনায় হাতেনাতে দুইজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে আমরা সরেজমিনে কাজ করছি। এখন আর কেউই গুজবে লবণ কিনছে না। এক কেজির বেশি লবণ কিনলে তাকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। এছাড়া জনগণকে সচেতন করতে এবং গুজবে কান না দিতে মাইকিং করা হচ্ছে।’