গাইবান্ধা থেকে : গাইবান্ধা থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি পুরোনো ঢিবির মাটি কাটার সময় আনুমানিক ৬০ থেকে ৭০ বছর পূর্বের একটি অ'ক্ষ'ত ম'রদেহের সন্ধান পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে।
এ নিয়ে দিনভর স্থানীয় মানুষের মাঝে ব্যাপক আলোচনা চলে। কেউ বলছেন ম'রদে'হটি ৬০ বছরের পুরোনো আবার কেউ বলছেন প্রায় দেড় থেকে দুইশ বছরের পুরোনো।
এলাকাবাসী জানান, সোমবার অভিরামপুর গ্রামে কয়েজন শ্রমিক মাটি কাটার সময় মাটির ৩/৪ ফুট নিচে একটি ম'রদে'হ অ'ক্ষ'ত অবস্থায় দেখতে পান। কাফনের কাপড়ও অ'ক্ষ'ত রয়েছে। তবে ম'রদে'হটির পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি।
গ্রামবাসীর ধারণা- মরদেহটি কোনো পরহেজগার ব্যক্তির হতে পারে। সে কারণেই হয়তো ন'ষ্ট হয়নি। এ খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ ম'রদে'হটি দেখার জন্য ভিড় করে। পরে ম'রদে'হটি আবার দাফন করা হয়।
উপজেলার অভিরামপুর গ্রামের পঁচাত্তর বছর বয়সী আব্দুল মালেক জানান, ওই স্থানে একটি উঁচু ঢিবি ছিল। জমির মালিক ঢিবির মাটি অন্যত্র বিক্রি করায় শ্রমিকরা ৩/৪ ফুট মাটি কাটার পরেই ম'রদে'হটি দেখতে পান। ম'রদে'হের মুখমণ্ডল এবং কাফনের কাপড় অ'ক্ষ'ত ছিল। ওই স্থানে কোনো দিন কবরস্থান ছিল বলে তার জানা নেই।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ম'রদে'হটি আনুমানিক ৬০ বছর আগের হতে পারে। কিন্তু এলাকার কেউই ম'রদে'হটির পরিচয় নিশ্চিত করতে পারেনি।