গাইবান্ধা: বিশাল এক অচেনা পাখি- একঝাঁক পাখি উড়ছিল আকাশে। গতি ছিল উত্তর থেকে দক্ষিণ দিকে। সেই ঝাঁ'ক থেকে হঠাৎই এক পাখি দ'ড়াম করে পড়ে গেল মাটিতে। উৎসুক মানুষ ছু'টে গেল পাখিটিকে দেখতে। গ্রামের শিশু-কিশোররা ভি'ড় করলো অদ্ভু'ত সেই পাখিটাকে দেখতে।
ঘটনাটা ঘটেছে সোমবার (২১ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা সদর উপজে’লার রামচন্দ্রপুর ইউনিয়নের তরফকাল গ্রামে। বিশাল আ'কৃতির পাখিটাকে কেউ সনা'ক্ত করতে পারছেন না। কারো দাবি, বিরল প্রজাতির। কেউ কেউ এটাকে ঈগল বা শকুনও বলছেন। তবে সুনির্দিষ্টভাবে পাখিটার পরিচয় কেউ জানাতে পারছেন না।
গাইবান্ধা সদর থা’নার ভারপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, সোমবার বিকেলে তরফকাল গ্রামের জমিতে বিরল প্রজাতির বড় আকৃতির পাখিটি দেখতে পান স্থানীয় জনগণ।পাখিটি উড়তে পারছিল না। তখন এলাকাকাসী বেঁ'ধে রেখে থানায় খবর দেয়। পরে সন্ধ্যায় পুলিশ গিয়ে ঘটনাস্থ'ল থেকে পাখিটিকে উ'দ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি শাহরিয়ার আরো জানান, পাখিটির ওজন আনুমানিক ১৫ কেজি। থানায় নিয়ে আসার পর বেশ কয়েকটি মুরগির মাংস খাওয়ানো হয়েছে পাখিটিকে। মঙ্গলবার পাখিটিকে গাইবান্ধা বন বিভাগে হ'স্তান্ত'র করা হচ্ছে। বিরল প্রজাতির এই পাখিটি দেখতে উৎসুক জনতা থানায় ভি'ড় জমা'চ্ছেন।
প্রত্য'ক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে এক ঝাঁ'ক পাখি আকাশের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল। সেই ঝাঁ'ক থেকে হঠাৎ একটি পাখি মাটিতে পড়ে যায়। তখন গ্রামের শিশু-কিশোররা পাখিটি ধ'রে বেঁ'ধে রাখে। পরে থানায় খবর দেয়া হয়।
গাইবান্ধা বন বিভাগের কর্মক’র্তা আব্দুস সবুর বলেন, পাখিটিকে দিনাজপুরের সিংরিয়া বন বিভাগের শকুন লালন পালন বিভাগের কাছে হ'স্তান্ত'র করা হবে।