বুধবার, ১০ জুন, ২০২০, ০৮:৫০:২১

সরকারি আদেশ না মেনে জোর করে কিস্তি আদায়! চার এনজিও কর্মী আ'টক

সরকারি আদেশ না মেনে জোর করে কিস্তি আদায়! চার এনজিও কর্মী আ'টক

গাইবান্ধা থেকে : গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকারি আদেশ না মেনে জো'র করে ঋ'ণের কিস্তি আদায় করায় দুই এনজিও'র ৪ জন মাঠকর্মীকে আ'টক করা হয়েছে। বুধবার বিকালে পৌরসভার পশ্চিম বাইপাস এলাকায় অভি'যান চালিয়ে তাদের আ'টক করে ভ্রাম্যমাণ আদালত।

এরপর সরকারি আদেশ অমা'ন্য করার দায়ে চার এনজিও কর্মীর প্রত্যেককে ১ হাজার টাকা করে জরি'মানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান এ আদেশ দেন। আ'টকরা হলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা (আশা) এর মাঠকর্মী জাহাঙ্গীর আলম ও নুর আহম্মদ এবং বাংলাদেশ এডুকেশন এক্সটেনশন সার্ভিস (বিজ) এর মাঠকর্মী শরিফুল ইসলাম ও ফজলে রাব্বি। 

পরে তাদের কাছে জরিমানার টাকা আদায় করে ছেড়ে দেওয়া হয়। জানা গেছে, চলমান করোনা পরি'স্থিতিতে চলতি বছরে জুন মাস পর্যন্ত সব ধ'রণের ঋণের কিস্তি আদায় ব'ন্ধে নির্দে'শ দিয়েছে সরকার। সরকারি নির্দে'শনা মানতে এনজিওগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়। কিন্তু সরকারের নির্দে'শনা না মেনে জো'র করে ঋ'ণের কি'স্তি আদায় করছে এনজিওগুলো। 

এমনকি কি'স্তি আদায় করতে তাদের বাড়ি বাড়ি যাচ্ছে মাঠকর্মীরা। মুঠোফোনেও বার বার ফোন করে কিস্তির জন্য তাগাদা দেওয়া হচ্ছে। পরে ঋণ গ্রহীতাদের অভিযো'গ পেয়ে সেখানে অভি'যান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভি'যানে দুই এনজিওর চার জন মাঠকর্মীকে আ'টক করা হয়। পরে এইএনওর কার্যলয়ে হাজির করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যাককে এক হাজার টাকা করে জরি'মানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান।

বিষয়টি নি'শ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান বলেন, সরকারি আদে'শ অমা'ন্য করায় চারজন এনজিও কর্মীকে আ'টক করা হয়। পরে তাদের মোবাইল কোর্টে জরি'মানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে। সেইসঙ্গে ভবিষ্যতে এমন না করতে সত'র্ক করা হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে